মা হওয়ার স্বপ্ন পূরণ করবে “স্টেম সেল থেরাপি”

News Desk: কথায় আছে,‌প্রতিটি মেয়ের জীবনের বৃত্ত পরিপূর্ণ হয় যখন সে মা হয়। তবে বেশ কিছু শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেকেরই এই স্বপ্ন পূরণ হয়না। তবে…

n3439883945d2c69be754872e15d189931c8446ef53910d952ea4f68fa81f621f546a1bd4b

News Desk: কথায় আছে,‌প্রতিটি মেয়ের জীবনের বৃত্ত পরিপূর্ণ হয় যখন সে মা হয়। তবে বেশ কিছু শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেকেরই এই স্বপ্ন পূরণ হয়না। তবে এখন চিকিৎসাবিজ্ঞানের ফলে গর্ভধারণের জন্য কৃত্রিম উপায়ে রয়েছে। তবে গর্ভধারণের জন্য আরও একটি কৃত্রিম উপায়ে যুক্ত হতে চলেছে চিকিৎসাবিজ্ঞানে। ‘স্টেম সেল থেরাপি’ মাধ্যমে গর্ভধারণ করতে পারবেন মহিলারা। বাংলাদেশ ইতিমধ্যেই এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। এই পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ইনফার্টিলিটি বিভাগের একদল চিকিৎসক।

 

স্টেম সেল থেরাপির ক্লিনিক্যাল ট্রায়ালে সঙ্গে যুক্ত থাকা চিকিৎসক দলের প্রধান এবং বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক জেসমিন বানু জানিয়েছেন,”বেশ কিছু শারীরিক প্রতিবন্ধকতার জন্য বহু নারী গর্ভ ধারণে অক্ষম হয়ে থাকেন। মূলত ডিম্বাশয় ডিম্বাণু পরিমাণ কমে যাওয়ায় তারা গর্ভধারণের ক্ষমতা হারান। সেই সমস্ত নারীদের মাতৃত্বের সুখ দিতেই স্টেম সেল থেরাপির পরীক্ষামূলক চলছে।”

 

এখন অনেকের মনেই প্রশ্ন আসছে কি এই স্টেম সেল থেরাপি? কিভাবে এই থেরাপি প্রাকৃতিক ভাবে গর্ভধারণে অক্ষম নারীদের কৃত্রিম উপায়ে গর্ভধারণের সাহায্য করবে? মানব দেহ কোটি কোটি তৈরি হয় আর এই কোষের একদম কেন্দ্রে থাকে জোড়া জোড়া ক্রোমোজোম থাকে, যা বংশগতির মূল উপাদান। মানুষের শরীরের সমস্ত কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে ২৩ জোড়া শুধুমাত্র ডিম্বাণু ও শুক্রাণু ক্ষেত্রের সংখ্যা অর্ধেক। শুক্রাণু ও ডিম্বাণুর মিলে স্ত্রীদেহে একটি কোষ সৃষ্টি করে যার ক্রোমোজোম সংখ্যা ২৩ জোড়া। একেই চিকিৎসাবিজ্ঞানের ভাষায় স্টেম সেল বলা হয়। স্টেম সেল হল এমন একটি কোষ যার সব ধরনের সম্ভাবনা রয়েছে। এই স্টেমসেল থেকেই নারীর গর্ভে একটি শিশু ক্রমশ বেড়ে ওঠে।

 

যেসব নারীর দেহ স্টেম‌ সেল উৎপাদনে অক্ষম তাদের শরীরে কৃত্তিম উপায়ে ডিম্বাশয়ে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে তারা কৃত্রিমভাবে গর্ভধারণ করতে সক্ষম হবে। এই থেরাপি কতটা কার্যকরী, কিভাবে এটি সঠিক উপায়ে প্রতিস্থাপন করা যায় কি কি প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বন করতে হয় সবকিছুর জন্য এটি পরীক্ষামূলকভাবে ট্রায়াল’ চলছে। পরীক্ষামূলক প্রয়োগ সবকিছু মাপকাঠিতে পাশ হলেই চিকিৎসাবিজ্ঞানের শাখাতে গর্ভধারণের অন্যতম কৃত্তিম উপায় হিসেবে যোগ হতে পারে স্টেম সেল থেরাপি।