Bangladesh: বাতিল বই উৎসব, বিনামূল্যে পাঠ্যপুস্তক পাচ্ছে বাংলাদেশি পড়ুয়ারা

News Desk: ইংরাজি নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করল বাংলাদেশ সরকার। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না…

IMG 20220101 WA0051

News Desk: ইংরাজি নতুন বছরের প্রথম দিনে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করল বাংলাদেশ সরকার। করোনা সংক্রমণের কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না বই উৎসব।

বাংলাদেশ শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার ৪ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৮৫৬ শিক্ষার্থীর মধ্যে ৩ কোটি ৭০ লক্ষ ২২ হাজার ১৩০টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। আগামীয় ১২ দিনের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। বই পাবে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়ারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। শুক্রবার পর্যন্ত মাধ্যমিকের ৯৫ শতাংশ বই পৌঁছানোর কথা।পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।