Nirbhaya: সুপ্রিম নির্দেশের পরেও অসম্পূর্ণ কাজ, হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে

নির্ভয়া (Nirbhaya) কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রতিটি মেট্রোশহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিৎ করতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিলেন।সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য১৮১কোটি টাকা…

IMG 20220104 WA0033

নির্ভয়া (Nirbhaya) কাণ্ডের পর সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রতিটি মেট্রোশহরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিৎ করতে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিলেন।সেই নির্দেশ মেনে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য১৮১কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৯সাল থেকে আজও সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ।যা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে।

মঙ্গলবার মামলার শুনানিতেএডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় আদালতে জানান ইতিমধ্যে কলকাতায় ১০২০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাকি ওয়ার্ক অর্ডার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আদালতকে জানাবার জন্য হলফনামার সুযোগ দেওয়া হোক।

সিসিটিভি কেস :–

  • মামলাকারি পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ করেন নির্ভয়ার ১৮১ কোটি টাকা তছরুপ হয়েছে।
  • প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্য হলফনামা জমা দেবে।
  • পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।