Assam: বৃষ্টির জেরে কামাখ্যা মন্দিরে ভূমিধস

অন্বুবাচি মেলার আগে কামাখ্যা মন্দিরের সামলে বজ়সড় ধস নামল। জানা গেছে, রাস্তার একটি অংশ দুর্গা সরোবরে ধসে পড়ার ফলে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ রাস্তার ঠিক নিচে বেশ কয়েকটি আবাসিক বাড়ি রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকরা…

landslide kamakhya

অন্বুবাচি মেলার আগে কামাখ্যা মন্দিরের সামলে বজ়সড় ধস নামল। জানা গেছে, রাস্তার একটি অংশ দুর্গা সরোবরে ধসে পড়ার ফলে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ রাস্তার ঠিক নিচে বেশ কয়েকটি আবাসিক বাড়ি রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সংস্কারের কাজ শুরু করেছেন। তবে ভূমিধসের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, […]

The post Assam: বৃষ্টির জেরে কামাখ্যা মন্দিরে ভূমিধস first appeared on Kolkata 24×7 | Bangla News | Latest Bengali News.