Travel: সুন্দরগ্রামের সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

গ্রামটির নাম সুন্দরগ্রাম। আর এই সুন্দরগ্রাম যে আক্ষরিক অর্থেই ভীষণ সুন্দর তা আপনি এই গ্রামে পা রাখলেই (Travel) টের পাবেন। কলকাতা থেকে সামান্য একটু দূরে…

IMG 20220103 WA0064

গ্রামটির নাম সুন্দরগ্রাম। আর এই সুন্দরগ্রাম যে আক্ষরিক অর্থেই ভীষণ সুন্দর তা আপনি এই গ্রামে পা রাখলেই (Travel) টের পাবেন। কলকাতা থেকে সামান্য একটু দূরে গেলেই এই গ্রামের অবস্থান। কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজেন্দ্রপুর ইকো ভিলেজ। সেখানেই আপাতত তৈরী হয়েছে পাঁচটি মাটির বাড়ি। সেই মাটির ঘরেই চমৎকার ব্যবস্থা করা হয়েছে অতিথি সেবার ।

রয়েছে একটি অসাধারণ কৃত্রিম পুকুর, যেখানে নানান ধরনের মাছ পাওয়া যায়। এছাড়া একেবারে অসাধারণ রাঁধুনিদের দ্বারা রান্না করা অসাধারণ সব বাঙালি রান্না রয়েছে। কংক্রিটের জঙ্গলে থাকতে থাকতে যদি একেবারে একঘেয়ে হয়ে যান, তাহলে অবশ্যই কয়েক দিনের জন্য বা একদিনের জন্য হলেও এখানে ঘুরে আসতে পারেন। যতই মাটির ঘর হোক না কেন, ভেতরে সমস্ত রকম আধুনিক ব্যবস্থা রয়েছে। এয়ার কন্ডিশন মেশিন থেকে শুরু করে ছোট ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সবই এই মাটির ঘরে পাবেন।

সায়েন্সসিটি থেকে বাস বা যে কোনো যানবাহনে আপনাকে পৌঁছাতে হবে ঘটকপুর। সেখানে রয়েছে এই সুন্দর ইকো ভিলেজ সুন্দর গ্রাম। এক টুকরো গ্রামের পরিবেশ কলকাতার কাছাকাছি এলাকায় । সবচেয়ে ভালো হয় আগে থেকে বুকিং করে যেতে পারলে। আপনারা ইন্টারনেটে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন এর ফোন নম্বর। গ্রামে বেড়াতে যেতে অনেকেরই অসুবিধা হয়, কিন্তু কলকাতা শহরের বুকে সমস্ত শহুরে ফেসিলিটি সমেত যদি গ্রামের কুড়ে ঘরে থাকতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে অসাধারণ ডেস্টিনেশন।