Bangladesh: কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় গুলি চলল, রক্তাক্ত ভোট

News Desk: হামলা রুখতে পারবে না তা বলেই দিয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। আশঙ্কা মিলিয়েই রক্তাক্ত হলো দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। চলল গুলি, শাসক বিরোধী…

20211111 175123 0000

News Desk: হামলা রুখতে পারবে না তা বলেই দিয়েছিল বাংলাদেশ নির্বাচন কমিশন। আশঙ্কা মিলিয়েই রক্তাক্ত হলো দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন। চলল গুলি, শাসক বিরোধী আর গোষ্ঠীদ্বন্দের শিকার হয়েছেন অন্তত ৬ জন।

ভোট সন্ত্রাসের পরবর্তী দফা তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন আরও বাড়বেই বলে আশঙ্কা। তবে ক্ষমতা দখলের নিরিখে আওয়ামী লীগ শক্ত অবস্থানে। বাকিদের অবস্থা তেমন কিছু নয়।

বাংলাদেশের ইউনিয়ন পরিষদ ভোটে অন্যতম নজর ছিল দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা ছড়ানোর কেন্দ্র কুমিল্লা ও চট্টগ্রাম। নির্বাচনে নরসিংদী, কক্সবাজার, চট্টগ্রাম ও কুমিল্লায় অন্তত চার জন নিহত। এছাড়া সাতক্ষীরা, চট্টগ্রাম, ঝিনাইদহ, মানিকগঞ্জ, যশোর, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন এলাকায় ইউপি নির্বাচনকে ঘিরে সংঘর্ষের খবর জানা গেছে।

সবথেকে রক্তাক্ত পরিস্থিতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলা। এখানকার রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে নির্বাচনি সংঘর্ষে গুলি চলে। তিন জন নিহত। আহত হয়েছেন প্রায় ১০ জন। আওয়ামী লীগের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। কক্সবাজারেও গুলি চলেছে। কয়েকজন জখম।

কুমিল্লায় ভোট চলাকালীন সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। গুলিতে হামলাকারীরা জখম। কয়েকজন আশঙ্কাজনক।