Jalpaiguri: জলপাইগুড়ির চা বাগানে উদ্ধার মৃত হাতি শাবক

হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করে বন দফতরের কর্মীরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছন থেকে উদ্ধার করা হয়েছে এই হাতি শাবকের মৃতদেহ। বন দফতরের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত হাতি শাবকের বয়স এক বছর। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো শ্রমিকরা এদিন কাজে আসে। কাজে যোগ দিতে এসেই ফ্যাক্টরির পিছনে চা বাগানের […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jalpaiguri: জলপাইগুড়ির চা বাগানে উদ্ধার মৃত হাতি শাবক

হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করে বন দফতরের কর্মীরা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছন থেকে উদ্ধার করা হয়েছে এই হাতি শাবকের মৃতদেহ। বন দফতরের কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত হাতি শাবকের বয়স এক বছর।

স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো শ্রমিকরা এদিন কাজে আসে। কাজে যোগ দিতে এসেই ফ্যাক্টরির পিছনে চা বাগানের ধারে মৃত শবকটিকে দেখতে পান শ্রমিকরা।এরপরেই খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

কি কারনে হস্তি শাবকের মৃত্যু তা এখনো অজানা। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে বনদফতর সূত্রে খবর।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Jalpaiguri: জলপাইগুড়ির চা বাগানে উদ্ধার মৃত হাতি শাবক