Lakhimpur: লখিমপুর কাণ্ডের পুলিশের চার্জসিটে মন্ত্রীর ছেলে আশিস

২০২১ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের লখিমপুর (Lakihmpur) খেরিতে গাড়িচাপা দিয়ে ৮ জনকে হত্যার মামলায় চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৫০০০…

IMG 20220103 WA0055

২০২১ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের লখিমপুর (Lakihmpur) খেরিতে গাড়িচাপা দিয়ে ৮ জনকে হত্যার মামলায় চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার আদালতে পুলিশের পক্ষ থেকে ৫০০০ পাতার এই চার্জশিট পেশ করা হয়েছে। যাতে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর নাম। 

পুলিশ এই ঘটনার তদন্তে আগেই যে চার্জশিট পেশ করেছিল তাতেই বলা হয়েছিল এটা দুর্ঘটনা নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নাম জড়িয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছেলে আশিসের নাম। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে অনেক বেশি রাজনৈতিক বিতর্ক হয়েছে। সে কথা মাথায় রেখেই বিশেষ তদন্তকারী দল বা সিট অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনার তদন্ত করেছে। সোমবার একটি বড় ট্রাঙ্কে করে কড়া পুলিশি নিরাপত্তায় ৫ হাজার পাতার চার্জশিট আদালতে নিয়ে আসা হয়। আদালতে প্রবেশের পর ট্রাঙ্কের তালাখুলে চার্জশিট বের করা হয়।
এই মামলার অন্যতম তদন্তকারী অফিসার এসপি যাদব জানিয়েছেন, আদালত যদি এই চার্জশিট গ্রহণ করে তবে খুব শীঘ্রই শুনানি শুরু হবে। বিশেষ তদন্তকারী দলের এই চার্জশিটে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের নাম নেই। তবে নাম আছে মন্ত্রীর এক আত্মীয় বীরেন্দ্র শুক্লার। ইতিমধ্যেই এই মামলার তদন্তে পুলিশের ঢিলেমির জন্য একাধিকবার আদালত ভর্ৎসনা করেছে। সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর এই মামলার তদন্ত কিছুটা গতি পায়। গত মাসেই সিট তার প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছিল, লখিমপুরে দুর্ঘটনাজনিত কারণে কোনও কৃষকের মৃত্যু হয়নি। রীতিমতো পরিকল্পনা করেই কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখার চার্জশিট পেশ করার পর কতদিন পরে এই মামলার শুনানি শুরু হয়।