Punjab: বিক্ষোভে আটকে মোদী বললেন ‘বেঁচে ফিরেছি’

জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। নিরাপত্তার অভাবে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনাটি বুধবারের পঞ্জাবে (Punjab)। বেশ কিছুক্ষণ ভাতিন্দার কাছে আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এরপর…

IMG 20220105 WA0029

জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা। নিরাপত্তার অভাবে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনাটি বুধবারের পঞ্জাবে (Punjab)। বেশ কিছুক্ষণ ভাতিন্দার কাছে আটকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। এরপর পরিকল্পনা বাতিল করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেসের বিরুদ্ধে করেছেন অভিযোগ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও রাজ্য উদাসীন এমন উদাহরণ ইতিহাসে বিরল। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছে।

ঘটনাটি ঠিক কী ঘটেছিল? বুধবার পঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জনসভায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে তার কনভয় ১৫-২০ মিনিট ধরে একটি ফ্লাইওভারে আটকে পড়ে। এদিকে এই ঘটনায় ফলে প্রধানমন্ত্রীর কর্মসূচিটি বাতিল করা হয়। এদিকে এহেন ঘটনার পর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। এক কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনাকে চরম গাফিলতির আখ্যা দিয়েছেন।

শুধু তাই নয়, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, ‘রাস্তায় পঞ্জাব সরকার নিরাপত্তা না দেওয়ায়, এগোতে পারেনি কনভয়।’ এই বিষয়ে পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক। অন্যদিকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে এক হাত নিয়ে বলেন, ‘ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি, ধন্যবাদ।’ বিশিষ্ট মহলের দাবি, নির্বাচনী আবহে এহেন ঘটনার জল অনেক দূর গড়াতে পারে।