Abhishek Banerjee: তৃণমূলের বাড়বাড়ন্তে কংগ্রেসি সমালোচনার জবাবে কড়া বার্তা অভিষেকের

নিউজ ডেস্ক, কলকাতা: সারাদেশে যদি তৃণমূল কংগ্রেসের (TMC) শক্তি বাড়ে তাহলে কংগ্রেসের এত গায়ের জ্বালা কেন? তৃণমূল কংগ্রেস তো তাদের পাকা ধানে মই দেয়নি। প্রতিটি…

TMC leader Abhishek Banerjee slammed BJP and Congress for their silence on the Aparajita Bill

নিউজ ডেস্ক, কলকাতা: সারাদেশে যদি তৃণমূল কংগ্রেসের (TMC) শক্তি বাড়ে তাহলে কংগ্রেসের এত গায়ের জ্বালা কেন? তৃণমূল কংগ্রেস তো তাদের পাকা ধানে মই দেয়নি। প্রতিটি রাজনৈতিক দলেরই (political party) নিজেদের রাজনৈতিক শক্তি বাড়ানো বা সংগঠন মজবুত করার পূর্ণ অধিকার আছে। সেই সূত্র মেনেই তৃণমূল কংগ্রেসও বিভিন্ন রাজ্যে তাদের শক্তি বাড়াচ্ছে। কিন্তু এতে কংগ্রেসের এত ক্ষোভ কেন বুঝতে পারছি না। কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূল কংগ্রেসের এই তরুণ নেতা এদিন কংগ্রেসকে (congress) কড়া ভাষায় আক্রমণ করেছেন। অভিষেক বলেন, মে মাসে বিধানসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যে সিপিএম এবং আইএসএফ-এর সঙ্গে জোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু তখন তো আমরা তাদের বিরুদ্ধে কোনও কথা বলিনি। রাজনীতিতে তো এটা হতেই পারে। সব দলই চাইবে নিজের শক্তি বৃদ্ধি করতে। তাহলে আমাদের শক্তি বাড়লে সেটা কেন দোষের হবে? আমারা তো কাউকে জোর করে আমাদের দলে আনছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কিন্তু তাতে কংগ্রেসের এত গাত্রদাহ হচ্ছে কেন?

সম্প্রতি দেশে একাধিক রাজ্যে কংগ্রেস ছেড়ে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। তবে কংগ্রেসের এই ক্ষোভকে তিনি যে আদৌ পাত্তা দিচ্ছেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। এই তরুণ নেতা এদিন স্পষ্ট বলেন, এখন তৃণমূল কংগ্রেস যা যা করে কংগ্রেস সেটারই অনুসরণ করে। তৃণমূল কংগ্রেস যা করে কংগ্রেস সেটা একেবারে টুকলি করে দেয়। একইসঙ্গে অভিষেকের দাবি, তৃণমূল কংগ্রেস যেখানে যাবে সেখানে তারা তৃতীয় বা চতুর্থ হওয়ার জন্য লড়বে না। তৃণমূলের একটাই লক্ষ্য হল ক্ষমতা দখল করা।

একইসঙ্গে মোদি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, আফস্পা নিয়ে সরকারের বক্তব্য কী লোকসভায় সেটা স্পষ্ট করে জানানো হোক। আজ আমরা আফস্পা নিয়ে মোদি সরকারের বক্তব্য জানতে চাইছি। আগামীকাল হয়তো দেখব কংগ্রেস আমাদের দেখাদেখি এ ব্যাপারে মোদি সরকারের কাছে জবাব চাইবে।