Sikkim: তুষার ফাঁদে আটকে পড়েছেন পর্যটকরা, উদ্বেগ

নিউজ ডেস্ক  : পূর্ব সিকিমের ছাঙ্গুতে তুষারপাতের জেরে আটকে অন্তত ২৭৫ জন পর্যটক। ইতিমধ্যেই আটকদের উদ্ধারে তৎপর হয়েছে সেনা। জানা গিয়েছে, এ দিন বিকেলের পর…

depositphotos 232776836 stock photo sarathang lake surrounded snow covered

নিউজ ডেস্ক  : পূর্ব সিকিমের ছাঙ্গুতে তুষারপাতের জেরে আটকে অন্তত ২৭৫ জন পর্যটক। ইতিমধ্যেই আটকদের উদ্ধারে তৎপর হয়েছে সেনা। জানা গিয়েছে, এ দিন বিকেলের পর থেকে রাত পর্যন্ত সেনাবাহিনী তাঁদের উদ্ধার করে বলে জানিয়েছে সিকিম পুলিশ এবং প্রশাসন। আপাতত তাঁদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আটকে পড়া পর্যটকদের মধ্যে এ রাজ্যের ক’জন রয়েছেন, তা রাত পর্যন্ত জানা যায়নি।

প্রশাসন সূত্রের খবর, শুক্রবার থেকেই আবহাওয়া খারাপ থাকার কারণে নাথু লা যাওয়ার অনুমতি দেয়নি সিকিম প্রশাসন। এর জেরে ছাঙ্গুতে বাড়তি ভিড় হয়েছিল পর্যটকদের।  হঠাৎই সিকিমের আবহাওয়া ক্রমাগত খারাপ হতে থাকে। তুষারপাতে ছাঙ্গু এলাকাতেই আটকে পড়েন পর্যটকেরা। পরে তাঁদের উদ্ধার করে নিজেদের ছাউনিতে নিয়ে যায় সেনাবাহিনী।

সেনার তরফে এখনও কোনও বিবৃতি না পাওয়া গেলেও সূত্রের খবর, সেনা আধিকারিকদের সঙ্গে পূর্ব সিকিমের পুলিশকর্তারা কথা বলেছেন। তবে আবহাওয়া খারাপ থাকায় সমস্যা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রেও। তাঁর জেরে জানা যাচ্ছে না, ছাঙ্গুতে আটকে থাকা পর্যটকদের সঠিক অবস্থান। তবে তাঁদের দ্রুত নিরাপদ স্থানে ফেরাতে চেষ্টা করছে সেনাবাহিনী ও সিকিম পুলিশ। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।