ক্লাস ওয়ানের কবে ক্লাস শুরু? খবর নেই শিক্ষা দফতরের কাছে

নিউজ ডেস্ক: করোনার প্রভাব কাটিয়ে ক্রমশই সুস্থ হয়ে উঠছে দেশ তথা রাজ্য। প্রতিনিয়ত স্বাস্থ্য দফতরের তরফ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে তাতে এটা স্পষ্ট,…

wbbse-sets-guidelines-to-keep-2026-class-10-exam-papers-free-from-sensitive-content

নিউজ ডেস্ক: করোনার প্রভাব কাটিয়ে ক্রমশই সুস্থ হয়ে উঠছে দেশ তথা রাজ্য। প্রতিনিয়ত স্বাস্থ্য দফতরের তরফ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে তাতে এটা স্পষ্ট, বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এই মারণ ভাইরাস। দীর্ঘ ২০ মাস পর নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও এখনও বন্ধ প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের অফলাইন ক্লাস।

কিছুদিন আগে শিক্ষা দফতরের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল নতুন বছরেই প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুলের দরজা ফের একবার খুলতে চলেছে। এমনকি পড়ুয়াদের অভিভাবকদের হাতে মিড ডে মিলের সামগ্রী তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে বিশ্বজুড়ে ওমিক্রণের বাড়বাড়ন্তে সিদ্ধান্ত বদল শিক্ষা দফতরের। জানুয়ারি মাসে প্রাথমিক স্তরে স্কুল খোলার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হবে না। ওমিক্রণের সংক্রমণ এড়াতে ধীরে চলো নীতিতেই আস্থা রাখছে রাজ্য সরকার।

পুস্তক সপ্তাহ পালন নিয়ে বিকাশ ভবন নতুন করে নির্দেশিকা জারি করেছে। বিকাশ ভবনে নির্দেশিকায় বলা হয়েছে, জানুয়ারিতে যেহেতু অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ থাকছে তাই রাজ্যের স্কুলগুলিকে সব শ্রেণির পড়ুয়াদের জানুয়ারির ৭ তারিখের মধ্যে পড়ুয়াদের অভিভাবকদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে হবে। সুতরাং,জানুয়ারিতে শুরু হচ্ছে না প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস।

অন্যদিকে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার দাবিতে অনড় রয়েছেন শিক্ষক সংগঠনগুলি। প্রথম থেকে অষ্টম শ্রেণির ক্লাস যত শীঘ্র সম্ভব শুরু হওয়ার দাবি অটল রয়েছেন শিক্ষক সংগঠনগুলি। তবে তাদের দাবি মতো এই বিষয়ে এখনও পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয়নি রাজ্য শিক্ষা দফতর। কবে থেকে আবার স্কুল যেতে পারবে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্তরের পড়ুয়ারা; তা নিয়ে জটিলতা ক্রমশ আরও জোরালো উঠছে।